বদলগাছীতে বিভিন্ন গ্রামীণ সড়কের বেহাল দশা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বেপরোয়াভাবে ইটভাটার ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাগুলোতে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এলজিইডির গ্রামীণ রাস্তাগুলো খানাখন্দে ভরে গেলেও সেদিকে প্রশাসন কোনো নজর না দেওয়ায় মেরামতের কিছুদিন পরই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এসব স্থানে মাঝেমধ্যেই ঘটছে নানা দুর্ঘটনা। তাছাড়া উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের পাকা রাস্তাগুলোর অবস্থাও একই। এলজিইডির গ্রামীণ রাস্তাগুলোয় ১৫ টনের বেশি মালামাল পরিবহণ নিষেধ থাকলেও কেউ তা মানছে না। মুন ব্রিকস নামে ইটভাটা মালিক বাচ্চু রহমান বলেন, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও তাদের কিছুই করার নেই। এছাড়া কোলা বাজার থেকে হুদাইকুরি হয়ে পারসোমবাড়ী বাজার পর্যন্ত প্রায় ৭-৮ কিলোমিটার পাকা রাস্তা পিচ ও খোয়া উঠে ক্ষতবিক্ষত হয়ে ধুলো-বালিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাকা রাস্তা কাদায় ভরে যায়। উপজেলার অধিকাংশ রাস্তার একই অবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা বলেন, ধুলাবালিযুক্ত রাস্তায় চলাচলের কারণে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী রাস্তাগুলোতে ১৫ টনের বেশি লোড দেওয়া নিষেধ থাকলেও কেউ তা মানছে না। উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০ কিলোমিটার গ্রামীণ রাস্তা মেরামতের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।