বন্যার পানিতে ভাসছে করটিয়া হাট

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

মু. জোবায়েদ মলিস্নক বুলবুল, টাঙ্গাইল
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাট প্রায় দেড় মাস ধরে বন্যার পানিতে ভাসছে। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও ইজারাদার। বিকিকিনি না হওয়ায় রাজস্ব আদায়ও বন্ধ রয়েছে। জানা যায়, টাঙ্গাইল শাড়ির ইতিহাসের সঙ্গে করটিয়া হাটের ইতিহাস জড়িয়ে রয়েছে। জনশ্রম্নতি আছে এ হাটের আয়ুস্কাল প্রায় ২০০ বছর। প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা মসলিন শাড়ি বুনতেন। এর স্বার্থক উত্তরাধিকারী হয়ে এখনো টিকে আছে টাঙ্গাইলের জামদানি, বেনারসি ও হাতেবুনা তাঁতের শাড়ি। স্থানীয়রা জানায়, চলতি বছর এক কোটি ৭২ লাখ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান দিবা এন্টারপ্রাইজ হাটের ইজারা পায়। দিবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুজ্জামান সোহেল জানান, করোনা ও বন্যার কারণে হাট বন্ধ থাকায় ইজারামূল্য উঠানোও সম্ভব হবে না। হাটের ইজারাদারের স্থানীয় প্রতিনিধি নুরুল আমিন জানান, করোনা ও বন্যার কারণে তিন মাস হাটে কোনো মহাজন যেতে না পারায় খাজনা আদায় করা যাচ্ছে না। সদর উপজেলা চেয়ারম্যান ও করটিয়া হাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আনছারী বলেন, করটিয়া হাটের চারপাশের রাস্তাগুলোয় পানি উঠেছে। হাটটি নদীঘেঁষা হওয়ায় রাস্তাঘাটের উন্নয়ন এবং নদীর ঘাটটি পাকা করা জরুরি। টাঙ্গাইল সদরের ইউএনও সায়েদুল ইসলাম বলেন, করটিয়া হাটের এ সংকটের বিষয়ে তিনি জানেন না। তবে করটিয়া হাট উন্নয়নে স্থানীয় প্রশাসনের পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি।