মীম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ মীম হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন -যাযাদি
বগুড়ার আদমদীঘি সদরে ভাড়া বাসায় মীম আক্তার (২০) নামের এক গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী ও অন্যদের বিচার দাবিতে নিহতের পরিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পোওতা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, আদমদীঘি সদরে জনৈক দেলোয়ার হোসেন বাবুর বাসার ভাড়াটিয়া দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের ফজলে রাব্বী তার স্ত্রী মীম আক্তারকে নিয়ে দুই মাস যাবত বসবাস করছিল। পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলে। একপর্যায়ে ২৯ জুলাই রাতে ভাড়াবাসার শয়ন ঘর থেকে পুলিশ মীম আক্তারের লাশ উদ্ধার এবং স্বামী ফজলে রাব্বী ও ননদ জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ গভীর রাতে আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।