সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কর্মসূচির উদ্বোধন বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম. জামশেদ খোন্দকার। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপস্নব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনায় খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে জেলা শহরের বড়বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা খেলাফত যুব আন্দোলনের আমির গাজী মুহাম্মদ আবদুর রহীমের সভাপতিত্বে মিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মাওলানা জাহিদুল ইসলাম সালেহ, মাওলানা মোহাম্মদ উলস্নাহ নাইম, মাওলানা মোস্তফা জীহাদী, মাওলানা আবদুল হান্নান প্রমুখ। প্রেসক্লাবের শোক দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার মদনে যাত্রীবাহী ট্রলার ডুবে ১৭ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। বুধবার বিকালে প্রেসক্লাব সভাকক্ষে এক জরুরি সভায় সবার পক্ষে এই শোক প্রস্তাব জানান প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন কাজল, সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, এন সি সরকার, জামাল তালুকদার। মাস্ক বিতরণ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রমজীবীদের মাঝে করোনাভাইরাস সংক্রমণ রোধে সুরক্ষা উপকরণ কেএন৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা চত্বরে পিস ফোরামের পৃষ্ঠপোষকতায় ও ডোমার নারী কল্যাণ সমিতির সহযোগিতায়, ফুলবাড়ী উপজেলার গাড়ী চালক, হেলপার, অটো চালক ও রিকশা-ভ্যান চালকদের মাঝে এই কেএন৯৫ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিস ফোরামের চেয়ারম্যান সরোয়ার ওয়াদুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। দোকানে ডাকাতি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে ৩টি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার হরিপাড়ার হাটে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ইনচার্জ আমিরুল ইসলাম জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরস্কার বিতরণ লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে ভোলার লালমোহনে 'নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণে' উত্তীর্ণদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। ত্রাণ বিতরণ স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আড়িয়াল খা নদীর ভাঙনে ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত গরিব-অসহায় মানুষের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ করলেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এছাড়া তিনি আড়িয়াল খা নদীর ভাঙনে শহর রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাজাহান খানের স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম।