বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে কৃষি সচিব

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের নাগরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি সচিব নাসিরুজ্জামান -যাযাদি
কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান বলেছেন, বন্যায় ক্ষতিগস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে। সরকারের কৃষি মন্ত্রণালয় সর্বদা কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরিতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমনের বীজতলা তৈরি করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেই বীজতলা তৈরি করা হবে। বীজ, সারসহ কৃষি উপকরণের পর্যাপ্ত মজুত রয়েছে। এসব বীজ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করে দ্রম্নত নতুন বীজতলা তৈরিতে সহায়তা করা হবে। ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খামারবাড়ি টাঙ্গাইলের উপ-পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের পরিচালক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী, খামারবাড়ি টাঙ্গাইলের অতিরিক্ত পরিচালক বিএম রাশেদুল আলম, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল প্রমুখ।