সেতু ভেঙে ১০ গ্রামের মানুষের ভোগান্তি

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বদ্ধ খালের উপর পুরানো একটি লোহার সেতু ভেঙে পড়েছে। বুধবার রাত ১০টার দিকে বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় সেতু পারাপারের সময় শহিদুল হক ও রুহুল আমিন মৃধা নামে দুজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১০ গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তর পাখিমারা খালের উপর দুই দফায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১১৬ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করে। পুরানো সেতুটির বিভিন্ন অংশ খুলে যাওয়ায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। সেতুটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হতো। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের সময় পিলারগুলো সঠিকভাবে পোঁতা হয়নি। শুরু থেকেই ১৫-২০ মানুষ একসাথে চলাচল করলে সেতুটি দুলে উঠত। আহত রুহুল আমিন মৃধা জানান, পাখিমারা বাজার থেকে সেতু পার হয়ে কুমির গ্রামের বাসায় ফিরছিলেন। সেতুর মাঝামাঝি গেলে হঠাৎ বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে। নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, সেতু ভেঙে পড়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মহর আলী জানান, প্রকল্প অনুমোদন হলেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, সেতু ভেঙে পড়ার খবর শুনেছেন। বিকল্প উপায়ে চলাচল অব্যাহত রাখতে ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।