পলস্নী বিদু্যতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ দশমিনার মানুষ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

মো. মামুন তানভীর, দশমিনা (পটুয়াখালী)
পলস্নী বিদু্যতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার ২৬ হাজারের বেশি গ্রাহক। বিদু্যতের অসহনীয় লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে অতিষ্ঠ উপজেলাবাসী। দিনরাত চলছে বিদু্যতের যাওয়া-আসার খেলা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৩ জুলাই পলস্নী বিদু্যৎ সংশ্লিষ্টরা কোরবানির ঈদে নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহ দেওয়ার প্রতিশ্রম্নতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করলেও বাস্তবে তা দেখা যায়নি। বিজ্ঞপ্তিটি জারি করে পটুয়াখালী পলস্নী বিদু্যৎ সমিতির বাউফল জোনাল অফিস। দশমিনা উপজেলার সিংহভাগ মেইন লাইন বাউফল থেকে এসেছে। উপজেলার একাধিক গ্রাহক জানান, দীর্ঘদিন ধরে চাহিদা অনুযায়ী বিদু্যৎ পাচ্ছি না। বেশির ভাগ সময় থাকে লোডশেডিং। এরপরও রয়েছে লোভোল্টেজ। এদিকে, পলস্নী বিদু্যতের এমন ভেল্কিবাজি নিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রকম পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে পলস্নী বিদু্যতের সংশ্লিষ্ট এক কর্তার ফেসবুক পোস্টে কমেন্ট করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দশমিনা উপজেলার শীর্ষ এক কর্মকর্তাকে। তবে পলস্নী বিদু্যৎ সমিতির দশমিনা উপজেলার সাব-জোনাল অফিসের এজিএম স্বপন কুমার পাল দাবি করেন, দশমিনায় কোনো লোডশেডিং নেই। আবহাওয়া ও দুর্যোগের কারণে বিদু্যৎ বিভ্রাট হচ্ছে। লোভোল্টেজের সমস্যা সমাধানে উপকেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। সেটা হলে সমস্যার সমাধান হয়ে যাবে।