ঘিওর ধলেশ্বরী নদীর উপর সেতুর নির্মাণ কাজ শেষ

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর পুরাতন ধলেশ্বরী নদীর উপরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজও দ্রম্নত এগিয়ে চলছে। চলতি মাসের শেষের দিকে সেতুটি যানবাহন চলাচলে খুলে দেওয়া হবে। এ সেতুর উপর দিয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জসহ ৫ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের চেষ্টায় ২০১৮ সালে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ১০৩.৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি যৌথভাবে নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন ও মেসার্স জামান এন্টারপ্রাইজ। ৩৮.৩৭ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের এ জনসাধারণের জন্য উন্মুক্ত হলে পাল্টে যাবে ঘিওরসহ মানিকগঞ্জের জনপদের চিত্র। সেই সঙ্গে যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেতুটি। মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিছুর রহমান জানান, ঘিওর পুরাতন ধলেশ্বরী নদীর উপর সেতুটির নির্মাণ কাজ শেষ। শুধুমাত্র অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি আছে। চলতি মাসের মধ্যেই তা শেষ হওয়ার কথা। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় জানান, ঘিওর ধলেশ্বরী নদীর উপরে সেতুটির নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। মানিকগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। এর মাধ্যমে যোগাযোগ সহজ হবে। অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে এ অঞ্চলের মানুষ।