বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ২০ জেলে উদ্ধার

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা মৎস্যবন্দর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ভাসমান ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে ২০ জন মাঝি-মালস্না নিয়ে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনসার খানের মালিকানাধীন এফ.বি সীমা-২ নামের ইলিশ মাছ বোঝাই ট্রলারটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, 'বঙ্গোপসাগরে মাছ শিকার করে ঘাটের উদ্দেশে রওনা দিয়ে আসার পথে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হঠাৎ ট্রলার ঝড়ের কবলে পড়ে। প্রচন্ড বাতাস আর তুফানে ট্রলার উল্টে ডুবে যায়।'