কাউনিয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের প্রায় ২১ কিলোমিটার অংশের বেহাল দশা হয়ে পড়েছে। প্রায় ১৬ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিশেষ করে নব্দিগঞ্জবাজার, তালুকউপাশু, মীরবাগ, জুম্মারপাড় ও ভেলুপাড়া রেলগেট এলাকায় মহাসড়কে বড় বড় গর্ত হওয়ায় দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন চালক ও যাত্রীরা। সড়ক জনপথ বিভাগ রংপুর কার্যালয় সূত্র জানায়, রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়ক ৪৬ কিলোমিটার। এরমধ্যে লালমনিরহাটের ১৩, কুড়িগ্রামের ১২ কিলোমিটার এবং রংপুরের অধীনে ২১ কিলোমিটার। রংপুরের অধীনে ২১ কিলোমিটারের মধ্যে ১৫ দশমিক ৬ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টিসহ সড়কের দুই পাশের একাধিক স্থানে দেবে গেছে। সরেজমিনে দেখা গেছে, কাউনিয়ার বুড়ালবিজ্র, বিজলঘুন্টি, মীরবাগবাজার, জুম্মারপাড়, ভেলুপাড়া, মীরবাগবাজার, হলদীবাড়ী রেলগেট, কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা, পলস্নী বিদু্যৎ অফিস এলাকা, তালুক উপাশু, কলাবাড়ী, এরশাদ নগর, সাতমাথাসহ বিভিন্ন স্থানে বড়-ছোট অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের দু-ধারের বেশকিছু অংশ দেবে গেছে। সওজ রংপুরের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান জানান, এ মহাসড়কটি সর্বোচ্চ ২২ টন ওজনের যান চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছিল। প্রায় ৫০ বছর আগে নির্মিত মহাসড়কের বেজ ড্যামেজ হওয়ায় এবং ওভারলোড মালবোঝাই গাড়ি চলাচলের কারণে সংস্কারের পরও সড়কটি ভেঙে যাচ্ছে। মহাসড়কটি পুনর্নির্মাণে দীর্ঘমেয়াদি প্রকল্প তৈরি করে ঢাকা অফিসে পাঠানো হয়েছে।