সাগরে ট্রলারডুবি

কলাপাড়ার দুই জেলের মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নামবিহীন একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে এ ঘটনার পর এদিন রাত ১১টায় অন্য ট্রলারের সাহায্যে ইসা সিকদার (৩৫) এবং আলম মোলস্না (৫৫) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় জীবিত অবস্থায় ছয় জেলে উদ্ধার হয়েছেন। তারা হলেন- নজরুল মোলস্না, জহিরুল মোলস্না, সেলিম খান, বাদল হাওলাদার, পনু খান ও রুবেল চৌকিদার। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলেদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে। জানা গেছে, উপজেলার চরবালিয়াতলী এলাকার নজরুল মোলস্নার নামহীন একটি ট্রলার আটজন জেলে নিয়ে বৃহস্পতিবার বিকালে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। শুক্রবার ভোররাতে কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় জেলেদের মধ্যে দুইজন ঢেউয়ের তোড়ে হারিয়ে যান। অপর ছয় জেলেকে বয়া ধরা অবস্থায় ১৬ ঘণ্টা পর অপর একটি ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে পনু খান ও রুবেল চৌকিদার জানান, সাগরে জাল ফেলানো অবস্থায় হঠাৎ ঝড় শুরু হয়। তাৎক্ষণিক ট্রলারটি উল্টে যায়। এ সময় সাগরে তারা বয়া ধরে ভাসমান অবস্থায় ছিলেন। তবে স্রোতের কারণে দুইজন হারিয়ে যায় বলে তারা উলেস্নখ করেন।