উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃতু্য

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার (৪৮) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার ভোরে মৃতু্যবরণ করেছেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জানা যায়, কোরবানির ঈদের দুই দিন আগে ইউনিয়ন পরিষদ থেকে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শেষে দত্তপাকুটিয়া মেহেরগাঁও গ্রামে তার নিজ বাড়িতে যান আশরাফুজ্জামান। ওই রাতেই জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে ময়মনসিংহ শহরের এক বেসরকারি হাসপাতালে পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ জিলা স্কুল মোড়ে নিজ বাসায় চিকিৎসা চালিয়ে যান। পরে শনিবার বাসায় ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ-৬ সাংসদ অ্যাড. মোসলেম উদ্দিন।