অষ্টগ্রামে অধিকাংশ প্রকল্পের কাজ হয়নি

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২০১৯-২০২০ অর্থবছরে তৃতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ এবং পিবিজির ৯৩টি প্রকল্পের অধিকাংশ কাজ হয়নি। কোনো কোনো প্রকল্পে দায়সারা কিছু কাজ করা হয়েছে। আবার কিছু প্রকল্পের কোনো কাজই হয়নি। সেই সঙ্গে দেখা গেছে কোনো ইউনিয়নে সাধারণ মানুষের নামে ল্যাট্রিন বরাদ্দ থাকলেও তা ইউনিয়নের সদস্যের বাড়িতে করা হয়েছে। এলাকাবাসী ও উপকারভোগী অসংখ্য লোকের ভাষ্য, এ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে অষ্টগ্রাম সদর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের প্রকল্পগুলোর কাজ সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে কাস্তুল, দেওঘর, বাঙ্গাল পাড়া। কাস্তুল ইউনিয়নে ভৌত অবকাঠামো শিক্ষা যোগাযোগ জনস্বাস্থ্য মিলে ৯টি প্রকল্পের মোট বরাদ্দ ছিল ১৪ লাখ ৮২ হাজার ৪৮৯ টাকা। এগুলোর দু-তিনটি প্রকল্পের ৩০ থেকে ৩৫ ভাগ কাজ হয়েছে। কাস্তুল ডিসি রোড থেকে মাঠ পর্যন্ত প্রতিরক্ষা দেওয়াল, রাস্তা নির্মাণ প্রকল্পসহ প্রায় সবকটি প্রকল্পের কাজ হয়নি। দেওঘর ইউনিয়নেরও একই অবস্থা। এ ইউনিয়নের মোট ১৪টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১৮ লাখ ৪৪ হাজার ২৪৮ টাকা। কাজ হয়েছে যৎসামান্য। কলমা ইউনিয়নের ১১টি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১২ লাখ ২৯ হাজার ৩১৪ টাকা। সেখানেও খুব বেশি কাজ হয়নি। এ ব্যাপারে ইউএনও রফিকুল আলম জানান, সব কাজ দেখে তাদের বিল দেওয়া হবে। যদি কাজ না হয়ে থাকে তাহলে সরকারি টাকা ফেরত যাবে।