চুয়াডাঙ্গায় মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার বিজিবি ৬ ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে জব্দ করা মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে আছে ২৩ হাজার ৩৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল, এক হাজার ৭৮৭ বোতল মদ, ২৩১ কেজি গাঁজা, ৯৯১ পিস ইয়াবা ও ২০০ পিস ইনজেকশন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক কোটি ৩১ লাখ ৯৫০ টাকা। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গত বছরের ১৩ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।