স্কুলের জায়গা দখল করে রাস্তা তৈরি

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
স্থানীয় কয়েকজন বাড়িমালিকের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিতে টঙ্গীর বনমালা সরকারি প্রাইমারি স্কুলের বেশকিছু জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মেয়র জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে দীর্ঘদিনেও এ ঘটনার সুরাহা না হওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সিটি করপোরেশনের ম্যাপ ও পস্ন্যান অনুযায়ী ড্রেন করলে বনমালা সরকারি প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের কয়েকটি বাড়ির প্রায় ২ ফুট জায়গা রাস্তার ভেতরে পড়ে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে ওইসব বাড়িমালিকদের স্বার্থে তাদের জায়গা ছেড়ে দিয়ে রাস্তার মাপ ঠিক রাখার জন্য স্কুলের জায়গা দখল করে রাস্তা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। এই অবৈধ কাজের বাস্তবায়ন করতে এর আগে পস্ন্যান বহির্ভূতভাবে প্রায় ২ ফুট জায়গা বাড়ির দিক থেকে ছেড়ে দিয়ে স্কুলের দিকে চাপিয়ে ড্রেন তৈরি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ছাত্রলীগের এক পাতি নেতা এবং অপর একজন প্রভাবশালী ব্যক্তি বাড়ির মালিকদের অবৈধ সুযোগ করে দিয়ে স্কুলের জায়গা দখল করে ড্রেন ও রাস্তা তৈরির কাজে সার্বিক সহযোগিতা করছেন। তবে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিয়মবহির্ভূত কোনো কাজ সেখানে হবে না বলে আশ্বাস দেন। তবে দীর্ঘদিন পরও নিয়ম বহির্ভূতভাবে করা ড্রেন ভেঙে না দেওয়ায় স্কুলের জায়গা দখল করে রাস্তা তৈরির কাজ বন্ধ হবে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।