নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম -যাযাদি
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর: জয়পুরহাট : জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মেনে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। মঙ্গলবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় সার্বজনীন শিবমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রার্থনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হৃষিকেশ সরকার। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর ও সদরের ইউএনও মিল্টন চন্দ্র রায়। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। বক্তব্য রাখেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা, উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমুখ। আদমদীঘি (বগুড়া) :পূজা উদযাপন পরিষদ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার চরকতলা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রবীন্দ্র নাথ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার, সহসভাপতি দুলাল কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক রেবতি মোহন সাহা প্রমুখ। পত্নীতলা (নওগাঁ) : জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলবার সদর নজিপুর পুরাতন বাজার এলাকায় কেন্দ্রীয় বাসুদেব মন্দিরে দুই দিনব্যাপী নানা আয়োজন ও পূজা আর্চনা অনুষ্ঠিত হয়েছে। উৎসব পালনের শুরুতে কেন্দ্রীয় বাসুদেব মন্দিরের কার্যক্রম পুরাতন ভবন থেকে নতুন ভবনে প্রতিস্থাপন করা হয়। বাগেরহাট : পূজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের শালতলাস্থ হরিসভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। পরিষদের বাগেরহাট জেলার সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে উপপরিচালক দেবপ্রসাদ পাল, হিন্দু, বৌদ্ধ, ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী প্রমুখ।