কারখানা ছুটি ঘোষণা

নাস্তা খেয়ে অসুস্থ অর্ধ শতাধিক শ্রমিক

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন্স লিমিটেড নামের পোশাক কারখানায় সোমবার রাতের নাস্তা খেয়ে খাদ্য বিষক্রিয়ায় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে এদিনের ছুটি ঘোষণা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কারখানার সুইং সেকশনের শ্রমিকদের নাইট ডিউটি করার সময় রাতের নাস্তা ডিম-কলা-কেক দেওয়া হয়। ওই খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উপজেলা তানহা হেলথ কেয়ারে হাসপাতালের মেডিকেল কর্মকর্তা দেবাশীষ মজুমদার জানান, পেট ব্যথা, বমি বমিভাব, পাতলা পায়খানার মতো লক্ষণ দেখা দিলে মঙ্গলবার সকালে ১১ শ্রমিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালের ডাক্তার শাকিল আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। গাজীপুর-১ শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম রেজা জানান, সোমবার রাতে শ্রমিকদের ওভারটাইম করানোর সময় রাত ৮টার দিকে নাস্তা হিসেবে ডিম-কলা-কেক নাস্তা দেওয়া হয়। ওই নাস্তা খেয়ে রাত ৯টায় একজন অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরদিন কাজে যোগ দিয়ে আরও কমপক্ষে ১০ জন অসুস্থ হলে তাদেরও হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে শ্রমিকরা যাতে কোনো বিশৃঙ্খলা ঘটাতে না পারে, তাই মঙ্গলবার কারখানা ছুটি ঘোষণা করা হয়।