টাঙ্গাইলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্যাম্পেইন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সঠিক পদ্ধতি জানাতে ক্যাম্পেইন করা হয়েছে। শুক্রবার সদর ইউএনও মো. সাইদুল ইসলাম স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে ক্যাম্পেইন করেন। তিনি জানান, জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে 'জাতীয় পতাকা বিধিমালা' অনুযায়ী প্রথমে দন্ডের উপরিভাগ পর্যন্ত উঠিয়ে পতাকার প্রস্থের সমপরিমাণ নিচে নামিয়ে বেঁধে দেওয়ার বিধান রয়েছে। নামানোর সময় পতাকা পুনরায় দন্ডের উপরিভাগে নিয়ে ধীরে ধীরে নামিয়ে আনতে হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও জনসাধারণ আগ্রহ নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সঠিক নিয়ম জানতে ভিড় করেন।