রাউজানের বদনাম হয় এমন কিছু না লেখাই ভালো ফজলে করিম চৌধুরী এমপি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে তার শহরস্থ বাসায় এক মতবিনিময় সভা করেছে রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'রাউজানের মানুষের দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।' সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, 'রাউজানের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে উন্নয়ন সমৃদ্ধির কথা লিখুন। বদনাম হয় এমন কিছু না লিখলেই ভালো।' তিনি উপস্থিত সাংবাদিকদের কলম উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি শফিউল আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সাবেক সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইর, সাংবাদিক এসএম. ইউসুফ উদ্দিন, এম জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী প্রমুখ।