খুলনায় প্রায় সাড়ে তিন লাখ শিশু খাবে ভিটামিন 'এ'

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

খুলনা অফিস
খুলনা জেলায় তিন লাখ ৩৮ হাজার ৭৬৬ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম। বৃহস্পতিবার খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন-এ পস্নাস ক্যাম্পেইন পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা জাভেদ ইকবাল, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শরাফত হোসাইন প্রমুখ। ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের ফিজিসিয়ান ডা. জাকিয়া আলম। সভায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ও যথাযথ পদ্ধতি অনুসরণ করে এ কর্মসূচি সফল করতে হবে। সিভিল সার্জন জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।