ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

দেবীদ্বার (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দেবীদ্বারে ছেলের নানা অন্যায় অত্যাচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বৃদ্ধ বাবা। মিথ্যা মামলা, জাল দলিল করে সম্পদ হাতিয়ে নেওয়া, নিজের প্রতিবন্ধী ভাইকে হত্যাসহ প্রতারক ছেলে দেলোয়ার হোসেনের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে ওই সংবাদ সম্মেলন করেন ছৈয়দুর রহমান। ডা. ছৈয়দুর রহমান (৮৫) জেলার মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দেবীদ্বার নিউ মার্কেটের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অসহায় ওই বৃদ্ধ বাবা জানান, ছেলে দেলোয়ার তাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন করে আসছে। এমনকি তার অন্য ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে। তার অত্যাচারে তিনি দীর্ঘ সাত মাস বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাই ছেলে দেলোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই বৃদ্ধপিতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্যাতিত ছৈয়দুর রহমানের দুই ছেলে শাহাদত হোসেন ভূঁইয়া, শেখ মো. মোহন ও বড় জামাতা সাবেক ইউপি সদস্য শহীদুল হক ভূঁইয়া।