ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বন্যা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার মহারশি নদীতে সারারাত বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহূর্তেই উপজেলায় ভয়াবহ বন্যায় পরিণত হয়ে যায়। ঢলের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত বাড়িতে পানি প্রবেশ করলে শত শত পরিবার পানিতে বন্দি হয়ে পড়ে। উপজেলার গরুহাটি ও ভূমি অফিসসংলগ্ন ড্রেনটি দিয়ে বাজারে পানি প্রবেশ করার ফলে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ে বিঘ্ন ঘটে। মসজিদ রোড গুরুহাটিতে অনেক পরিবার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এছাড়া ভাটি এলাকায় ঢলের পানি প্রবেশ করে বন্যায় পরিণত হয়ে মানুষ পানিতে বন্দি হয়ে পড়ে অসহায় জীবন-যাপন করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার পানি হু-হু করে বেড়েই চলছে।