গলাচিপায় বর্ষা মৌসুমে তরমুজের বাম্পার ফলন

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বর্ষা মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন পেয়ে খরচের বিশ গুণ লাভের স্বপ্ন দেখছেন তরমুজ চাষি জাহাঙ্গীর ফরাজী। সঠিক পরিচর্যার মাধ্যমে তরমুজের বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়েছেন তিনি। এতে তার ৪ লাখ টাকার বেশি লাভের আশা করছেন। সরেজমিন দেখা গেছে, উপজেলার গ্রামর্দ্দন গ্রামের আব্দুল মজিদ ফরাজীর ছেলে জাহাঙ্গীর ফরাজী তার ২০ শতক জমিতে মাটির বেড তৈরি করে তরমুজের বীজ বপন করেন। মাটির বেডের ওপর জাল দিয়ে মাচা তৈরি করে দিয়েছেন। যেন তরমুজ গাছের লতা মাচার উপরে বাড়তে পারে। প্রতিটি তরমুজের ওজন ৭ থেকে ৮ কেজি। প্রতিদিন লোকজন তার তরমুজ খেত দেখতে এসে ভিড় করেন। অনেকেই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। ফলে আগামীতে এ অঞ্চলে বর্ষা মৌসুমে তরমুজের চাষ বেড়ে যাবে বলে অনেকেই ধারণা করছেন। চাষি জাহাঙ্গীর ফরাজী জানান, তরমুজ চাষে তার ২০ হাজার টাকা খরচ হয়েছে। ৬০ টাকা কেজি দরে প্রতিটি তরমুজের বাজার মূল্য ৪২০ থেকে ৪৮০ টাকা। ওই হিসেবে কম হলেও তার তরমুজ বিক্রিতে ৪ লাখ টাকার বেশি লাভ হবে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুলস্নাহ বলেন, 'নিঃসন্দেহে জাহাঙ্গীর একটি ভালো উদ্যোগ নিয়েছেন। একাধিকবার তার তরমুজ খেত পরিদর্শন করেছি। বর্ষা মৌসুমে অন্য কৃষকদেরও তরমুজ চাষে উৎসাহিত করা হবে।'