মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে শরতের শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

এমএ জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
  ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শরৎ ঋতু এনেছে বাড়ির আঙ্গিনায় শিউলি, বিলে শাপলা, পদ্ম, নদীর ধারের কাশফুল ও নীল আকাশে ভেসে বেড়ানো একদল সাদা মেঘ। সিরাজগঞ্জের শাহজাদপুরের ঘন আকাশে যেন কালো মেঘের বদলে তুলোর মতো সাদা মেঘদল ঘুরে বেড়াচ্ছে। শরৎ, ভাদ্রের মাঝামাঝি শরতের এ মধ্য প্রান্তে সাদা কাশফুল শুভ্রতা ছড়াচ্ছে। নীল আকাশের সাদা মেঘের ভেলায় প্রকৃতি যেন সেজেছে সাদা রঙে।

বর্ষার বৃষ্টিমুখর অনুজ্জ্বল দিনের পর শরতের এ শুভ্র রূপ পবিত্রতার প্রতীক। তাইতো শাহজাদপুরের যমুনা নদীর অববাহিকায় শরতের শুভ্রতা দেখতে সৌন্দর্যপিপাসু মানুষ ছুটে চলছে হুরাসাগর নদীর তীর আর যমুনা চরাঞ্চলগুলোর কাশবনে। বিশেষ করে হুরাসাগর নদীর বাচড়া, দুগালী, রুপবাটি পয়েন্ট, যমুনার কৈজুরী, কাঁশিপুর, ভাটদিঘুলিয়া পয়েন্টে কাশফুলের স্নিগ্ধ শুভ্রতা নিতে ছুটে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যপ্রেমীরা।

হুরাসাগর নদীর বাচড়া পয়েন্টে নৌকায় কাশবন ঘুরে দেখে আরিফ (১৬) জানালেন, বিকালে বন্ধুরা সবাই মিলে কাশফুলের স্নিগ্ধ শুভ্রতা উপভোগ করলেন। আলিফের মতো অনেকেই নদীর তীরে কাশবনে বিকালবেলা স্নিগ্ধ শুভ্রতা নিতে এ এলাকায় আসছেন।

যমুনা তীরের ১০নং কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বন্যার পানি কমলেই কৈজুরী হাটের পূর্বপাশে দিগন্ত বিস্তৃত যমুনার বুকজুড়ে কাশফুল শরতের স্নিগ্ধতা ছড়ায়। তা দেখতে বিভিন্ন অঞ্চলের প্রকৃতিপ্রেমীরা ছুটে আসে। ভাদ্রের পর আশ্বিন শেষ হলে শরতেরও শেষ হবে। শরৎ তার সঙ্গী সাদা কাশফুল ও শিউলি ফুলকে নিয়ে বিদায় নেবে, আসবে হেমন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112497 and publish = 1 order by id desc limit 3' at line 1