মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গঙ্গাচড়ায় ভয়ংকর হয়ে উঠছে তিস্তার ভাঙন

রংপুর প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্থানে তিস্তা নদীর ভাঙন ভয়ংকর হয়ে উঠেছে। বিশেষ করে পূর্ব ইচলী ঈদগাহ মাঠ ও শেখ হাসিনা গঙ্গাচড়া সেতুর মহিপুর-লালমনিরহাটের কাকিনা সংযোগ সড়কের ভাঙন ভয়াবহ। টানা দু'দিনের বৃষ্টিপাতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার শংকরদহ এলাকায় একটি বাঁধ ভেঙে যাওয়ায় ভিন্ন চ্যানেল বের হয়ে চর ইচলী দিয়ে এসকেএস বাজারে একটি, গঙ্গাচড়ার সেরাজুল মার্কেটের কাছে সেতুর নিচ দিয়ে অন্য চ্যানেলটি প্রবাহিত হচ্ছে। গতিপথ পরিবর্তনে এ দুটো চ্যানেল ভয়ংকর হয়ে উঠেছে। এতে তিস্তার ওপর নির্মিত শেখ হাসিনা গঙ্গাচড়া সেতুর সংযোগ সড়কের উত্তর পাশের তিনটি ছোট সেতু ও সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় প্রবল স্রোতে সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেরাজুল মার্কেটের কাছে মহিপুর-কাকিনা সংযোগ সড়কটির ৩০ মিটার বস্নক ধসে গেছে। এসকেএস বাজারের পূর্বপাশে পূর্ব ইচলী এলাকার ঈদগাহ মাঠটি রাস্তাসহ বিলীন হচ্ছে। মোনাজাত উদ্দিন আনন্দলোক বিদ্যালয়টিও ঝুঁকির মুখে। স্থানীয়রা ভাঙনের ভয়ে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।

লক্ষ্ণীটারী ইউপি চেয়ারম্যান আব্দুলস্নাহ আল হাদী বলেন, গত দু'দিন ধরে পানি বৃদ্ধির কারণে সড়কে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার।

রংপুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী তবিবুর রহমান ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, ভাঙন রক্ষায় আপাতত জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল হক জানান, সেতু রক্ষায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112499 and publish = 1 order by id desc limit 3' at line 1