চৌগাছায় পতিত জমিতে নালা পদ্ধতিতে শিম চাষ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

আসাদুজ্জামান মুক্ত, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় পানিতে ডুবে থাকা পতিত জমিতে নালা কেটে শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফলন আর দাম বেশি হওয়ায় তারা খুশি। সে জন্য ধানের জমিতে নালা কেটে মাটি উঁচু করে নিচু জমিতে এখন শিম চাষ করছেন এসব কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮০ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়া না থাকায় গতবারের তুলনায় ১৩০ হেক্টর জমিতে কম চাষ হয়েছে। সাধারণত শিমের বীজ রোপণের ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে লতায় ফুল আসতে শুরু করে। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ফুলে ফলে শোভা পাচ্ছে শিমের মাচা। নীল-বেগুনি রঙের শিম খেতগুলো শরতের আকাশের সঙ্গে মিতালীর নয়নাভিরাম দৃশ্য। খেত পরিচর্চার নানা কাজে ব্যস্ত সময় পার করছেন শিমচাষিরা। বুন্দলিতলা গ্রামের শিমচাষি বাবুল হোসেন ও জাহাঙ্গীরপুর গ্রামের স্বপন আলী জানান, এভাবে প্রায় ৮ থেকে ৯ বছর ধরে শিম চাষ করছেন। বিঘাপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে বিক্রি করেছেন ৩০-৩৫ টাকার। এ বছরও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকা দরে। তিনি আশা করছেন, এবার ৭০ থেকে ৮০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দিন বলেন, এখানকার মাটি শিম চাষের জন্য উপযোগী।