চন্দনাইশে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন এ রোগ ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও দোহাজারী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসা ৪ থেকে ৫০০ রোগীর মধ্যে ৩ থেকে ৪০০ জন সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত। চন্দনাইশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহীন হাসান চৌধুরী জানান, ঋতু পরিবর্তনের কারণে এ সময় জ্বর, সর্দি, কাশি রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে থাকেন। এতে ভয় না পেয়ে ডাক্তারের কাছে চিকিৎস্যার জন্য যোগাযোগ করা প্রয়োজন।