বিভিন্ন স্থানে সড়কে প্রাণ হারাল ৪ জন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
চার জেলায় রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবক, দিনাজপুরের চিরিরবন্দরে যুবক, ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু ও চট্টগ্রামের সীতাকুন্ডে পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবর : ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আড়িয়া এলাকায় শনিবার রাতে বালুবাহী ট্রাক উল্টে মো. খোকন মিয়া (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মো. মধু মিয়ার ছেলে খোকন ট্রাকের বালু উঠানো-নামানোর কাজ করতেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, পরিবারের পক্ষে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই খোকন মিয়ার লাশ দিয়ে দেওয়া হয়েছে। চিরিরবন্দর (দিনাজপুর): চিরিরবন্দরে দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ললিত চন্দ্র রায় (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দুপুর পৌনে ২টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের দশমাইল- সৈয়দপুর মহাসড়কের হেঞ্চাইতলী নামকস্থানে এ ঘটনা ঘটেছে। নিহত ললিত চন্দ্র রায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর গ্রামের কচুয়ারপাড়ের অধিকারীপাড়ার মৃত রঘুনাথ বর্মণের ছেলে। দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শামসুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোছা. পাপিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার ধামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি পশ্চিম গফরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত শিশুর পিতা মো. হাইদুল মিয়া জানান, সকাল সাড়ে আটটার দিকে ধামাইল পূর্বপাড়া মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে গফরগাঁও-বরমী সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির ইঞ্জিন চালিত অটোরিকশা তার মেয়েকে চাপা দেয়। এলাকাবাসী তার মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মেয়ের মৃতু্য হয়। সীতাকুন্ড (চট্টগ্রাম) :চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৪৬) নামে এক হাইওয়ে পুলিশের এসআই নিহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কুমিলস্না জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় বিকল হওয়া চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান সরানোর কাজ করছিলেন এসআই মাহবুবুর রহমান। এ সময় একইমুখী একটি ট্রাক পেছন থেকে সজোর ধাক্কা দিলে কাভার্ডভ্যান চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আহত মাহবুবুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।