কোটি টাকার খেয়াঘাট যেন ময়লার ভাগাড়!

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যার বানার অংশে উপজেলার বরমী বাজারে কোটি টাকা ব্যয়ে ২০০০ সালে নির্মিত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী খেয়াঘাটটি যেন এখন ময়লার ভাগাড়। হাট-বাজারের মানববর্জ্য প্রকাশ্যেই ফেলা হচ্ছে ঘাটের ওপর ও নদীতে। নদীতীরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ঘাটের সিঁড়ি ও মূল ফটকে একাধিক হকারদের ভাসমান দোকানের সঙ্গে রয়েছে চারা বিক্রির নার্সারিও। সব মিলিয়ে প্রশাসনের নাকের ডগায় ঘাট ও নদী তীরের পরিবেশ নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয়রা জানান, হাট-বাজারের সৃষ্ট ময়লা-আবর্জনা সরাসরি নদীর তীরে ও এই খেয়াঘাটের ওপর ফেলা হয়। এসব ময়লা গড়িয়ে পড়ছে নদীতে। এতে রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। আর প্রশাসনের নজরদারির অভাবে নদীর পরিবেশ ধ্বংস হচ্ছে। এসব ময়লার কারণে নদীর পচা দুর্গন্ধযুক্ত পানির জন্য আশপাশের মানুষ অতিষ্ঠ। ঘাটের সিঁড়ির ওপর চারা বিক্রেতা জয়নাল মিয়া জানান, এটা ইজারা নেওয়া হয়েছে। সবাই তো এখানে দোকান দিয়ে বসেছে। প্রশাসন উঠিয়ে দিলে অন্যত্র চলে যাবো। ঘাটের সামনেই ফল বিক্রেতা আব্দুল হামিদ বলেন, 'প্রতিদিনই বাজার ইজারাদারকে খাজনা দিতে হচ্ছে। আর ময়লা সবাই ফেলে থাকে, আপনি কজনকে ধরবেন।' উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফীন বলেন, 'নদীরক্ষায় ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ময়লার ভাগাড় বিষয়ে জানলাম। সংশ্লিষ্ট বাজারের দোকান মালিক ও জনপ্রতিনিধিদের তা সরিয়ে নিতে নোটিশ করা হবে। এরপরও কোনো পক্ষ এমন কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'