জয়পুরহাটে মাদক ও জুয়ার দায়ে আটক ২৪

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবী ও ১০ জন জুয়াড়িসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছের্ যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান,র্ যাবের বিশেষ অভিযানে সোমবার সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার কড়ইতলা, বগুড়া বাসস্ট্যান্ড এবং সিদ্দির মোড় এলাকা থেকে ২৮ জনকে গ্রেপ্তার করে। দেশীয় দেড় লিটার মদ, ২০ গ্রাম গাঁজা, ১টি কলকি, ২ বান্ডিল তাস, জুয়া খেলার নগদ অর্থ ১১ হাজার ২৯০ টাকাসহ ১৪ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- আক্কেলপুর এলাকার লিটন কুমার ঘোষ, সাগর ইসলাম, আব্দুর রউফ, হাবিবুল ইসলাম টিটু, শয়ন কুমার, জয়নাল আবেদীন জয়, মেহেদী হাসান, স্মরণ হোসেন, বিপস্নব ইসলাম, সাগর হোসেন, সামিও হোসেন সাবিদ, আরেফিন সিদ্দিক অভি, রাকিব হোসেন, রাকিব হোসেন। এ ছাড়া জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মিজানুর রহমান চপল, সজল হোসেন, সোহাগ সরদার, শ্রীকৃষ্ণ হাওলাদার, সেলিম রেজা, আঙ্গুর, লাবলু, আইজুল ইসলাম, জুয়েল হোসেন, মিলন হোসেনকে খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।