শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

জলবায়ু অবরোধ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার জন্য পৃথিবীব্যাপী জলবায়ু কর্মসপ্তাহ ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাসের আয়োজনে জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বুড়িগোয়ালিনী ইউপির নীলডুমুর খেয়াঘাটে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন উপজেলা যুব ফোরাম, ইয়থনেট ফর ক্লাইমেট জাস্টিস, ইসলামিক রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়থ টিম।

যুবতীর মৃতু্য

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে সাবিনা আক্তার (২৫) নামে এক যুবতীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে।

চেক বিতরণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

'শেখ হাসিনার দিন বদলে সমাজসেবা এগিয়ে চলে' এই স্স্নোগানে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলহাজ্ব ইমাম হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী।

আলোচনা সভা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বাল্যবিবাহ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাবলিক লাইব্রেরি হলরুমে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী থানার ওসি (তদন্ত) মামনুর রশিদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান, সিনিয়র প্রমোটর অফিসার ইসরাইল হোসেন প্রমুখ।

চাষ উদ্বোধন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে তিতাস নদীর পাড়ে মঙ্গলবার সকালে মেসার্স তিতাস এগ্রো ফার্মের উদ্যোগে ৩ একর জমিতে ড্রাগন ফল চাষ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নোযাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কাজী বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক রিপন চন্দ্রদেব। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, নোযাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনসুর আহমেদ।

শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ইন্ডিয়া মৈত্রী সোসাইটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে তারা সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল হক পল্টু, সহ-সভাপতি এ কে এম সাইফুল ইসলাম শহীদ, মাসুম শরিফ, গফুর উদ্দিন মঞ্জু, আসাদুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে সনাতন ধর্মাবলম্বী এক স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ জেলা শাখা ওই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, পরস্পর'র নির্বাহী পরিচালক আখতারুন্নাহার সাকী, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু প্রমুখ।

মতবিনিময় সভা

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সোমবার বিকেলে আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল আলম মতবিনিময় করেছেন। উপজেলা আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবু ছায়েদ মিয়ার ছেলে যুবলীগ কর্মী নুরুল আলম দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাংবাদিক ফোরামে নিজেকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন আ'লীগ নেতা জহির আলম মিন্টু, সাহাদাত হোসেন মিল্টন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদ আলম প্রমুখ।

মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার ভালুকার বাটাজোড় বাজারে সিডস্টোর-সখীপুর সড়ক সংস্কারের দাবিতে যৌথ খামারের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাম্মেল হক, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুর ইসলাম, শ্রমিক নেতা মিন্টু মিয়া, চালক হাবিবুর রহমান, আবু সাঈদ ও ফরহাদ হোসেন প্রমুখ।

পোনা অবমুক্ত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৬৬৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, প্রেস ক্লাবের সহ-সভাপতি কে. এম শফিকুল আলম জুয়েল, ছাত্রলীগ নেতা সুমন রায় সুমন, যুবলীগ নেতা দুলাল তালুকদার, মশিউর রহমান সুমন প্রমুখ।

অনুদান প্রদান

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বজ্রপাতে নিহত দুই কিশোরের পরিবারকে সরকারি অনুদানের অংশ হিসেবে ২০ হাজার করে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান প্রদান করেন ইউএনও কল্যাণ চৌধুরী। গত ২৩ আগস্ট স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হয় উপজেলা সদরের ধাতালপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে শফিকুল ইসলাম (১৫) ও শিরন্টি ইউনিয়নের তাঁতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু শাহিন (১৩)।

প্রস্তুতিমূলক সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কমপেস্নক্স হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, থানার ওসি শেখ নাসিম হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, সদস্য সচিব সুবল রায় প্রমুখ।

অস্ত্রসহ আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

\হকক্সবাজারের টেকনাফ থানাধীন রংগীখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র?্যাব-১৫। সোমবার বিকাল ৫টার সময় অভিযান পরিচালিত হয় বলে জানান র?্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুলস্নাহ মোহাম্মদ শেখ সাদী।

আটককৃত ব্যক্তি মো. হোছেন (২৪) টেকনাফ থানাধীন রংগীখালী মাদ্রাসাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

জরিমানা আদায়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা শহরের নতুন উপজেলা সড়কের পাশে অবস্থিত ঢাকা বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে কারখানা মালিক সবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দেন। একইদিন ওই সড়কের বিলস্নাল হোটেলে অভিযান পরিচালনা করে সঠিক কাগজপত্র না থাকা ও খাদ্য বিক্রির মূল্য তালিকা না পাওয়ায় হোটেল মালিক বিলস্নাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাসিক সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পষিদের মাসিক সভা মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও আসম জামশেদ খোন্দকার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর প্রমুখ।

নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত সোমবার দুপুরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭টি পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রেসক্লাব নির্বাচনে প্রিসাইডিং অফিসার জান্নাতুল জাহান। নির্বাচনে সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পদে পিযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি পদে ইব্রাহিম খান সাদাত, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মুজিবুর খান নির্বাচিত হয়েছেন।

কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খান পৌরসভার সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি ওই কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আমির বাশার, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, প্যানেল মেয়র-৩ শামীম আরা খানম শিল্পী, সংরক্ষিত নারী কাউন্সিলর শিমুল চৌধুরী বেবী, কাউন্সিলর রফিকুল ইসলাম, হেলিম আহমেদ, আবদুল হেলিম লস্কর প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার জলাবদ্ধতা নিরসনের দাবিতে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডবাসী ওই এলাকায় বিক্ষোভ করে। খবর পেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেয়।

জানা গেছে, পৌরসভার ৩ নং ওয়ার্ডে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তা-ঘাট, ঘরবাড়ি, সবজি খেত তলিয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো সমাধান মেলেনি। তাই মঙ্গলবার এলাকাবাসী বিক্ষোভ করে। খবর পেয়ে ইউএনও মুকুল কুমার মৈত্র ও লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান প্রমুখ জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন।

প্রতিষ্ঠান উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে শাহ্‌ সিরামিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতাল রোডে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন মীর সিরামিক লি.র নির্বাহী পরিচালক শাহ্‌ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মীর সিরামিক, আলেকজান্ডার ও গ্রেটওয়ালের বিভাগীয় ডিলার শাহ্‌ আবু তালহা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শাহ্‌ সিরামিক্সের চেয়ারম্যান শাহ্‌ তৈয়ব চৌধুরী।

দ্বিবার্ষিক সভা

বাগেরহাট (সদর) প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা আইনজীবী সহকারী সমিতির সম্মেলন কক্ষে সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ঋষিকেশ কুমার দাস। উপস্থিত ছিলেন সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হাসান আছনু, অ্যাডভোকেট সম্বর কৃষ্ণ সুম্ভু, ডা. অসিমাভ ডাকুয়া, প্রফুলস্ন চন্দ্র রায়, অশোক কুমার মিস্ত্রী, দিলিপ কুমার কুন্ডু, দুর্গাপদ চক্রবর্তী, আমজাদ আলী শেখ, হুমায়ন কবীর ও মাখন চন্দ্র মন্ডল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112952 and publish = 1 order by id desc limit 3' at line 1