লাখাইয়ে ৬ কি.মি সড়কে হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইবাজার থেকে বামৈ পর্যন্ত ৬ কিলোমিটার সাব-মারজেবল সড়কটি বর্ষায় পানির নিচে তলিয়ে যায়। এতে ১০ গ্রামের হাজারো মানুষ উপজেলা সদর থেকে কয়েক মাস বিচ্ছিন্ন থাকেন। তাই রাস্তাটি উঁচু করে পুনরায় স্থাপনের দাবি জানাচ্ছেন তারা। জানা গেছে, শুকনো মৌসুমে এ সড়ক দিয়ে ১নং লাখাই ইউনিয়নের শিবপুর, সুজনপুর, আমানুলস্নাহপুর, মাহমুদপুর, চিকনপুর, রুহিতনসী, স্বজনগ্রাম, সন্তোষপুর, কৃষ্ণপুর ও কামালপুর গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। চলাচল রয়েছে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদেরও। অথচ সড়কটি বর্ষায় পানির নিচে থাকাকালীন নৌকা মানুষের প্রধান বাহন হয়ে ওঠে। শুকনো মৌসুমে যানবাহনের ভাড়া থাকে ১০ থেকে ১৫ টাকা। অথচ বর্ষা এলে মানুষকে নৌকাযোগে ৩০ টাকা ভাড়া গুণতে হচ্ছে। সময় অপচয় হয় এক ঘণ্টারও বেশি। স্থানীয়রা জানায়, বর্ষাকালে স্কুল, কলেজ ও হাসপাতালগামী লোকজন এ রাস্তায় নিত্য দুর্ভোগে পড়েন। গর্ভবতী নারীদের হাসপাতালে যাওয়া নিয়ে বিপাকে পড়তে হয়। সন্ধ্যার পর গন্তব্যে পৌঁছতে নৌকাকে তিনশ' থেকে পাঁচশ' টাকা পর্যন্ত দিতে হচ্ছে। দুর্ভোগ লাঘবের স্বার্থে রাস্তাটি দ্রম্নত নির্মাণের দাবি জানিয়েছেন তারা। রুহিতনসী গ্রামের সুশীল চন্দ্র দাস জানান, বর্ষাকালে রাস্তাটি ডুবে গেলে নৌকা একমাত্র অবলম্বন হয়ে যায়। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন না। অর্থ ও সময়েরও অপচয় হয়। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রম্নত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।