শাহজাদপুর পৌর এলাকায় টানাবৃষ্টিতে জলাবদ্ধতা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
টানাবৃষ্টিপাত আর বর্ষা মৌসুমজুড়েই সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কে পানি আটকে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী এই জলাবদ্ধতার ফলে পৌরবাসীকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তা ছাড়া শহরের প্রধান সড়কের দুই পাশে থাকা নালাগুলো ছোট। সেখানে বড় নালা নির্মাণ করলে শহরে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব। সরজমিনে ঘুরে শাহজাদপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কয়েকটি এলাকায় পাকা নালা আছে। অন্য এলাকাগুলোয় কাঁচা নালা। নালাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। এ কারণে তা ভরাট হয়ে গেছে। আবার অনেক স্থানে নালার ওপরে ঢাকনা নেই। এসব কারণে এখন টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হলেই পানি আটকে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের বাসাবাড়িতে পানি উঠে যায়। দোকানের মালপত্র ভিজে নষ্ট হয়ে যায়। শহরের ছয়আনীপাড়া, সাহাপাড়া, আন্দারকোটাপাড়া, রামবাড়ী, রূপপুরের আফজালের মোড়, চুনিয়াখালীপাড়া, দরগাহপাড়া, দ্বারিয়াপুর, শক্তিপুর, শেরখালীপাড়া, উকিলপাড়া বিভিন্ন কাঁচা-পাকা সড়কের অলিগলিতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা বিরাজ করছে। শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে নালাগুলো পুরনো হয়ে গেছে। খুব শিগগিরই নালা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসন করা হবে।