কুয়াকাটায় লাশ উদ্ধার

ধুনট ও জগন্নাথপুরে নারীসহ দুজন খুন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
বগুড়ার ধুনট ও সুনামগঞ্জের জগন্নাথপুরে দুজন খুন হয়েছেন। অন্যদিকে পটুয়াখালীর কুয়াকাটায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর : ধুনট (বগুড়া) :বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে শফিকুল ইসলাম (৫৫) নামে আহত এক কৃষকের মৃতু্য হয়েছে। সোমবার রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। জানা গেছে, পৈতৃক জমি নিয়ে শফিকুল ইসলামের সঙ্গে তার বড় ভাই হাবিবর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে গত ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে হাবিবর রহমানের ছেলে পিয়াস হোসেন তার চাচা শফিকুল ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার রাত ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃতু্য হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রীর মৃতু্য হয়েছে। সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দিলে স্ত্রী আফিয়া বেগম (৩৮) জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। প্রতিবেশীরা দ্রম্নত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক রাজিব আহমদ জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) :পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে সোহরাব জামিল সোহাগ (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় কলাপাড়া উপজেলার মহিপুর থানায় একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।