যশোর সদর উপজেলা চেয়ারম্যান উপনির্বাচন

আওয়ামী লীগ প্রার্থী নীরা বিএনপির নূর উন নবী

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা আ'লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দলীয় মনোনয়নে যশোর-৬ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তাই নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করে। আসন্ন উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। সোমবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তারই সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নুরজাহান ইসলাম নীরাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা জানান, তিনি সারাজীবন গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এসব সাধারণ মানুষের পাশেই থাকবেন। এদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা সভাপতি নূর উন নবী। সোমবার তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হুদা, গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ প্রমুখ। ধানের শীষ প্রতীকের প্রার্থী নূর উন নবী জানান, এ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির আন্দোলনের একটি অংশ। তিনি জয়ের জন্য মাঠে নামবেন।