লালমনিরহাটে যুবকের লাশ উদ্ধার

পেকুয়া ও ভৈরবে কিশোরী বধূসহ তিনজনকে হত্যা

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় স্বামীর হাতে কিশোরী বধূ এবং ছেলের হাতে বৃদ্ধা মা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে, কিশোরগঞ্জের ভৈরবে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এদিকে, লালমনিরহাটে ধান খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর : পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় স্বামী মো. আলমগীরের হাতে স্ত্রী সালমা আক্তার (১৭) ও ছেলে নাছির উদ্দিনের হাতে বৃদ্ধা মা শামসুন্নাহার (৮৩) নিহত হয়েছেন। নিহত সালমা টইটং ইউপির পন্ডিত পাড়া এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং শামসুন্নাহার বারবাকিয়া ইউপির বদিউল আলমের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত আলমগীরকে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ আটক করেছে। তিনি বারবাকিয়া পাহাড়িয়াখালী এলাকার জাফর আলমের ছেলে। অপরদিকে পেকুয়া থানা পুলিশ ঘাতক ছেলে নাছিরকে গ্রেপ্তার করেছে। তিনি বারবাকিয়া ভারুয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে। বুধবার সকালে এ দুই ঘটনা ঘটে। জানা গেছে, গত শনিবার রাতে আলমগীর যৌতুকের টাকার জন্য স্ত্রী সালমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাকে পেকুয়া সরকারি হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ৫দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোরে মারা যায় সালমা। এদিকে ভারুয়াখালীতে ছেলের হাতে মা খুনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস জানান, নাছির উদ্দিন ও তার ভাইদের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে নাছির ধারালো দা নিয়ে ভাইদের হুমকি দেন। সকালে তিনি ঘরের দরজা বন্ধ করে রাখেন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে শামসুন্নাহারের মরদেহ উদ্ধার ও নাছিরকে আটক করে। পেকুয়া থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন জানান, এ দুটি ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে চালক সোহেল খন্দকারকে (৩৫) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা গ্রামের হান্নান খন্দকারের ছেলে। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে নিহত ব্যক্তিকে ঘাড় মটকিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লালমনিরহাট : লালমনিরহাটের কালিগঞ্জে ধান খেত থেকে শাহাজাত হোসেন (২৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর মুশরত মদাতী কাজিপাড়ার একটি ধান খেত থেকে লাশ উদ্ধার হয়। মৃত শাহাজাত ওই এলাকার খালিশা মদাতী গ্রামের লোকমান আলীর ছেলে। আটকরা হলেন- উপজেলার কিসামত মদাতী গ্রামের সুজন মিয়া ও খালিশা মদাতী গ্রামের শামিম আলম। কালিগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শাহাজাত। পরিবারের সদস্যরা সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্দেহমূলক আসামি সুজনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সুজনকে আটক করলে তার দেওয়া তথ্যে লালমনিরহাট শহর থেকে অটোরিকশাসহ শামীমকে আটক করে।