সংবাদ প্রকাশের পর ভেকু দিয়ে তুলে ফেলা হলো রাস্তার কার্পেটিং

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
নির্মাণের সাত দিনের মাথায় উঠে যাওয়া রাস্তাটি পরিদর্শন করেছে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল। এ দলে নেতৃত্ব দেন যশোরের উপ-পরিচালক নাজমুস সাদাত। ঝিনাইদহে নির্মাণের সাত দিনেই উঠে গেল ১৯ কোটি টাকার রাস্তার কার্পেটিং। এ নিয়ে ২২ সেপ্টেম্বর দৈনিক যায়যায়দিনে প্রকাশিত হয় তথ্যবহুল একটি সংবাদ। এরপর ওই দিন বিকালেই দুদকের যশোর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জানান, দেখে বোঝা যাচ্ছে কাজটি নিম্নমানের হয়েছে। রাস্তার কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সড়কটির কাজ দেখাশোনার দায়িত্বে থাকা প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এমনটি হয়েছে। তবে শিডিউল অনুযায়ী সড়কে কাজ সম্পন্নের তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান পুনঃ মেরামত করবেন।