বাঘারপাড়ায় আমন ধানে বিএলবি রোগের সংক্রমণ

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শান্ত দেবনাথ, বাঘারপাড়া (যশোর)
যশোরের বাঘারপাড়ায় আমন ধানে ব্যাকটেরিয়া লিফ বস্নাইড (বিএলবি) বা পাতা ঝলসানো রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এতে ফসলের ক্ষতির চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। চলতি মৌসুমে এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি বিভাগ বলছে, দিনে গরম, রাতে ঠান্ডা, মেঘাচ্ছন্ন আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায় ছত্রাকজনিত বিএলবি রোগের সংক্রমণ ঘটে। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া উপযোগী নয় এমন বিদেশি ধানে আক্রমণ করছে রোগটি। বিদেশি স্বর্ণা, নওগাঁ বালাম, হাবুসহ বেশ কয়েকটি ধানে সংক্রমণ দেখা দিয়েছে। অনেক সময় পটাশ সার কম প্রয়োগ ও ধানে পুষ্টি না পেলে এ রোগ দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিল জলেশ্বর, ভোগের বিলসহ কয়েকটি বিলের অধিকাংশ জমিতে বিএলবি রোগের সংক্রমণ দেখা দিয়েছে। ধানের পাতা লালচে রং ধারণ করে ঝিমিয়ে পড়ছে। রায়পুর ইউনিয়নের শালবরাট, নলডাঙ্গা, শেখেরবাতানসহ কয়েকটি এলাকায় এ রোগ বেশি দেখা গেছে। শালবরাট এলাকার চাষি সঞ্জিব দেবনাথ জানিয়েছেন, বিল জলেশ্বরে ৩ বিঘা জমিতে ধান লাগিয়েছেন। এর মধ্যে ২ বিঘা জমির নওগাঁ বালাম ধানের পাতা শুকিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ধান পেকে গেছে। পৌর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী জানান, চাষিদের সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন বলেন, বিএলবি রোগ কিছু কিছু মাঠে দেখা দিয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছে।