'ভিটামিন এ পস্নাস' ক্যাম্পেইন কর্মশালা ও প্রেসব্রিফিং

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
নরসিংদীর পলাশে বুধবার বাজার উন্নয়ন কাজ উদ্বোধন করেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ এমপি -যাযাদি
জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার ভোলায় সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা, বগুড়ার দুপচাঁচিয়ায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ও পঞ্চগড়ে প্রেসব্রিফিং আয়োজন করা হয়। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ আয়োজন করে। ভোলা :আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় ভোলাতেও জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় ভোলার দুই লাখ ৭২ হাজার ৩০৬ জন শিশুকে একটি করে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোলার সিভিল সার্জনের সভাকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী এ তথ্য জানান। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩১ হাজার ৬৭৭ জন শিশুকে এক লাখ ইউনিটের একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি দুই লাখ ৪০ হাজার ৬২৯ জন শিশুকে দুই লাখ ইউনিটের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. হাসনাইন আহমেদ, ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, সিভিল সার্জন কার্যালয়ের ডা. ফারজানা খান জুটি, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সোলাইমানসহ ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুপচাঁচিয়া (বগুড়া) :'ভিটামিন 'এ' পস্নাস খাওয়ান, শিশু মৃতু্যর ঝুঁকি কমান'-এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) রফিকুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। পঞ্চগড় : জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে প্রেস ব্রিফিং করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন। ক্যাম্পেইনের সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।