অনিয়ম-দুর্নীতি রোধে ৪ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
দেশের চার জেলায় বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কার্যকলাপ রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকার সাভার, ঝিনাইদহ, টাঙ্গাইল ও নওগাঁর নিয়ামতপুরে এ অভিযান পরিচালনা করা হয়। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাভার :সরকারি অনুমোদন না নিয়ে ওষুধ বিক্রি করার অভিযোগে সাভারে চারটি ওষুধ ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছের্ যাবের ভ্রাম্যমাণ আদালত। চারটি ফার্মেসিতে এসময় চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ফার্মেসিতে অভিযান পরিচালনা করেনর্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর্ যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এলাকাবাসী বলছে, এসব অনুমোদনবিহীন ওষুধ ফার্মেসির মালিকরা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রি করে যুবসমাজকে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন তারা। অভিযানে এসময়র্ যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মংসহর্ যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, সাভার উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ আল মাহফুজ। তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির প্রতারক সরকারি নিবন্ধন ও লাইসেন্স না নিয়ে রেস্টুরেন্ট ব্যবসা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ওইসব হোটেলের মালিকদের নগদ দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ :ঝিনাইদহে নকল, মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শহরের গণিমাস্তান সড়কের্ যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান। এসময় আদালতের বিচারক বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করেন। পাশাপাশি দোকানের মালিক দীলিপ বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৫ ওষুধ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার সরকার। এ সময় নওগাঁর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল উপস্থিত ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইলের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে লাহা ফার্মা ইন্ডাস্ট্রিজকে (ইউনানী) এক লাখ টাকা জরিমানা করেছের্ যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ৬ হাজার ৭৩৪ পিস রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। এ সময়র্ যাব-১২, টাঙ্গাইল-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার কিশোর রায়-এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।