ইউপি উপনির্বাচন

তিন জেলার পাঁচ ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পালে হাওয়া লেগেছে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হিসাব-নিকাশ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী, হরিদেবপুর ও চন্দনপাট, নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন এবং বগুড়ার ধুনটের কালেরপাড়া ইউনিয়নের প্রার্থীরা বুধবার তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : রংপুর : রংপুর সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা ২৩ সেপ্টেম্বর শেষদিনে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তিনটি ইউপিতে মনোনয়নপত্র নিলেও বিএনপি শুধুমাত্র চন্দনপাট ইউনিয়নে নিয়েছে। রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়নে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছে, সদ্যপুষ্করিণী ইউনিয়নে মোকছেদুল রহমান, চন্দনপাটে আমিনুর রহমান ও হরিদেবপুরে একরামুল হক। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চন্দনপাট ইউনিয়নে রুহুল আমীন লিটন, হরিদেবপুরে মফিদুল ইসলাম ও সদ্যপুষ্করিণীতে ফুল বাবু এবং বিএনপির প্রার্থী মিরাজুল ইসলাম চন্দনপাট ইউপিতে মনোনয়ন নিয়েছেন। রংপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জানান, চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে ৫০ জন ও সাধারণ সদস্য পদে ১৩১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ১৩ প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আর বাকি ১২ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মো. আব্দুল হালিম খান, স্বতন্ত্র প্রার্থী মো. তারা মিয়া, মো. রেজুয়ানুর রহমান, মো. এনামুল হক, আব্দুল আওয়াল, মোহাম্মদ আলতাব হোসেন, মো. এনামুল হক, আব্দুল আমিন ফকির, মো. হারুন অর রশিদ, ওমর ফারুক, মো. শেখ বিজয়, রতন চন্দ্র সিংহ ও মো. মাহমুদুল হাসান সিপন। ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী লিটন আহমেদ, তরিকুল ইসলাম, সাজ্জাদুল হোসেন ও শহিদুল ইসলাম। ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী জানান, এ নির্বাচনে অংশ নিতে ৭ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। বুধবার পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।