পানির পস্নান্ট স্থাপন

সুফল পাবে মহেশপুরের তিন হাজার পরিবার

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে চার কোটি টাকা ব্যয়ে আর্সেনিক ও আয়রন রিমোভাল পানির পস্নান্ট স্থাপনের কাজ শেষ পর্যায়ে। ঘণ্টায় এক লাখ ৮০ হাজার লিটার পানি সরবরাহের ক্ষমতাসম্পন্ন এ পস্নান্ট মহেশপুর পৌরবাসীর প্রয়োজনীয় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে কাজ করবে। এর সুফল পাবে পৌর এলাকার ৩ হাজার পরিবার। উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের জলিলপুর অংশে এ পস্নান্টটি স্থাপনের কাজ চলছে। জেলার প্রথম বৃহৎ এ বিশুদ্ধ পানির পস্নান্ট তৈরির কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সরকারের ৪৫ পৌরসভা প্রকল্পের আওয়তায় এ পস্নান্ট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ছয়টি সাব-মার্সেবল পাম্পের সাহায্যে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে পস্নান্টের হাউসে রাখা হবে। এরপর কোনো রকমের কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক পদ্ধতিতে পানি শোধন করে তা পৌরবাসীর মধ্যে সরবরাহ করা হবে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড অধিবাসী গণমাধ্যমকর্মী নাসির উদ্দীন জানান, মহেশপুর পৌরসভার ভূগর্ভস্থ পানিতে প্রচুর পরিমাণে আয়রন। পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, পানি বিশুদ্ধকরণ পস্নান্টের কাজ শেষ পর্যায়ে। পস্নান্টটি চালু হলে একদিকে পৌরবাসীর বিশুদ্ধ পানি নিশ্চিত হবে, অন্যদিকে পানিবাহিত বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পাবে। ঝিনাইদহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, নাগরিকদের বিশুদ্ধ পানি নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।