সামনে দুর্গাপূজা তাই ব্যস্ত প্রতিমাশিল্পীরা

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে সরকারের ২৬ শর্তাবলি মেনে মন্ডপে দুর্গাপূজা উদ্‌যাপন করা হবে। পূজা সামনে রেখে তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। আর মাত্র কয়েক সপ্তাহ পরই শারদীয় দুর্গাপূজা। পূজার প্রায় এক মাস আগে থেকে প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। এ বছর শিবগঞ্জ উপজেলায় ৫৩টি পূজামন্ডপে পূজা অর্চনা হবে। উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি ইতোমধ্যে পূজা উদ্‌যাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। করোনাভাইরাসের কারণে পূজামন্ডপগুলোতে সাজসজ্জা না করে সাদা-সিধাভাবে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্‌যাপন করবেন হিন্দু সম্প্রদায়। উপজেলার পূজামন্ডপগুলো ঘুরে দেখে গেছে, মন্ডপগুলোতে উৎসবের ছোঁয়া লেগেছে। বিরামহীনভাবে প্রতিমা তৈরির কাজ করেছেন প্রতিমাশিল্পীরা। উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত অজিত মহন্তের ছেলে শ্রী হারাধন মহন্ত প্রতিমা তৈরির কাজ করছেন। ৩০ বছর ধরে এই পেশায় রয়েছেন তিনি। আর কয়েকদিন পরই শারদীয় দুর্গাপূজা। নির্ধারিত সময়ের মধ্যেই তাকে সরবরাহ করতে হবে প্রতিমাগুলো। তাই নাওয়া-খাওয়ার ফুসরত নেই হারাধনের। তিনি প্রতিটি দুর্গা প্রতিমার সেট বিক্রি করেন ২৫-৩০ হাজার টাকা। সাদুল্যাপুর গ্রামের প্রতিমাশিল্পী শ্রী হারাধন মহন্ত বলেন, 'হামরা খুব কষ্ট করে মাঠির প্রতিমা বানাই। কি করমো আর অন্য কাম করবের পারিনে, তাই বাপ-দাদার পেশা আঁকরে ধরেই আছি। একন হামাকেরে অবস্থা খুব খারাপ সেডে দেকপিডাকে দেকপের কেও নাই।' পাবনায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন পাবনা প্রতিনিধি বিশ্ব নদী দিবস উপলক্ষে পাবনায়র্ যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)'র সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়। প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোকলেসুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মোশারোফ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালন করেন সাংবাদিক কামাল সিদ্দিকী।