দুই শিশু ও যুবক নিহত

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদারীপুর ও গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের চাপায় ২ শিশু ও কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইক এবং অটোরিকশার মুখোমুখি সংঘষে যুবক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর : মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মস্তফাপুর আঞ্চলিক ডাল গবেষণাকেন্দ্রের সামনের সড়কের বৃহস্পতিবার বিকালে সড়ক পার হতে গিয়ে লোকাল বাসের চাপায় নিহাত চৌকিদার (৪) নামে একশিশু নিহত হয়েছে। নিহত নিহাত ঘটমাঝি ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার সাজু চোকিদার ছেলে। জানা গেছে, বিকালে ডাল গবেষণাকেন্দ্রের গেটের সামনে থেকে রাস্তা পার হয়ে নিজ বাড়ি আসার সময় দ্রম্নতগামী লোকাল পরিবহণের চাপায় ঘটনাস্থলে নিহাত মারা যায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও সড়কে স্প্রিডব্রেকার দেওয়ার জন্য এলাকাবাসী প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক বন্ধ করে রাখে। কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকের চাপায় ইসরাত খানম (৪) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সাধুহাটি এলাকায় রামদিয়া-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আমিনুর রহমান শরীফের মেয়ে। জানা গেছে, নিহত ইসরাত বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটি দ্রম্নতগামী ইজিবাইক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিকাল সাড়ে ৩টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইসরাত খানম। রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে ইজিবাইক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী আজিজুর রহমান (৩২) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। এ সময় অপর আর যাত্রী হায়দার আলী (৪৫) গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজারহাট-তিস্তা সড়কে চড়াইখেলা আমেরতল নামক স্থানে বুধবার সকাল সাড়ে ১০টায় ইজিবাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ২ যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী ছুটে এসে আহতদের দ্রম্নত রাজারহাট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান (৩২) নামের যুবককে মৃত ঘোষণা করেন। \হঅপর জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।