হাওড় অঞ্চল থেকে ভিক্ষুক শব্দটি দূর করতে হবে রেজওয়ান আহাম্মদ এমপি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে চেক বিতরণ করেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি -যাযাদি
হাওড় অঞ্চল থেকে ভিক্ষুক শব্দটি দূর করতে হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মহিবুলস্নাহ হক, অধ্যক্ষ মোজতাবা আফির খান, থানার ওসি কামরুল ইসলাম মোলস্না, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না, আ'লীগ নেতা সাইদুর রহমান সাইদ প্রমুখ। পরে উপজেলা দেওঘর ইউনিয়নের এক ভিক্ষুকের হাতে মুরগি ও খাবারদ্রব্য তুলে দেন সংসদ সদস্য। ইউএনও রফিকুল ইসলাম জানান, এ সপ্তাহের মাঝে ২০ জনকে পুনর্বাসন করা হবে। জরিপে ১৫৪ জন ভিক্ষুকের তালিকা করা হয়েছে। তাদেরকেও পুনর্বাসনের আওতায় আনা হবে। এছাড়াও একই অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ১৮ জন কামার, কুমার, নাপিত, বাঁশবেত পণ্য তৈরি কারিগরকে ১৮ হাজার করে মোট ৩ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।