রানীনগরে ১৫০০ কেজি ভিজিডির চাল উদ্ধার

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোড় থেকে দুই অটোচার্জার ভ্যানভর্তি ভিজিডির ১৫০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, বৃহস্পতিবার বিকালে বাহাদুরপুর গ্রামের মোড়ে অটোচার্জার ভ্যানে করে নওগাঁ সদরের দিকে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যান নষ্ট হয়ে পড়ে। তখন ভ্যানে থাকা চালভর্তি বস্তা দেখে সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। ভ্যানচালক ছাড়া ভ্যানে আর কেউ না থাকায় স্থানীয়রা একটি চালভর্তি বস্তা খুলে দেখে সেসব বস্তা ভিজিডির মোটা চালে ভর্তি। তখন স্থানীয়রা প্রশাসনকে জানায়। এরপর সরেজমিনে এসে বস্তাভর্তি চালগুলো সরকারি হওয়ার কারণে তা জব্দ করে রানীনগর সদর ইউনিয়ন পরিষদের আওতায় রাখা হয়েছে।