আত্রাইয়ে দ্বিতীয় দফা বন্যার আতঙ্কে কৃষক

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আবারও বাড়ছে আত্রাই নদীর পানি। এর ফলে উপজেলার নিম্নাঞ্চল পস্নাবিত হয়ে বিভিন্ন এলাকার বোরো ধানের খেত তলিয়ে গেছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কবল কাটতে না কাটতেই ফের বন্যার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় এখন উপজেলার প্রান্তিক কৃষকরা। উপজেলার শাহাগোলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের হাফিজ উদ্দিন জানান, আবার নতুন করে মাঠে পানি বৃদ্ধির কারণে এ বছর আর আমন ধানের আবাদ করা সম্ভব হবে না। ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের চকশিমলা গ্রামের আলমগীর সরদার জানান, গত বন্যায় দীর্ঘ সময় ধরে পানিতে তলিয়ে থাকা বোরো ধান বীজ নষ্ট হয়ে যায়। অনেক কষ্ট করে ধারদেনা করে চারা সংগ্রহ ও রোপণ করেন। আবারো বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তার ধান খেত তলিয়ে গেছে। এবার নষ্ট হলে সব কিছুই শেষ হয়ে যাবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধির ফলে ৩ হাজার ২৫৫ হেক্টর আমন ধানের মধ্যে ৫৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার হোসেন বলেন, দ্বিতীয়বার বন্যা আসার কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি আগাম সরিষা ও আলু চাষ করা কৃষকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, যে এলাকায় যত দ্রম্নত পানি নেমে যাবে সে এলাকায় তত দ্রম্নত ফসল ফলানোর জন্য সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন।