সাভারে নীলা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাভার প্রতিনিধি
সাভারে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নীলা রায়ের হত্যাকারী ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সাভার থানা স্ট্যান্ড-নামাবাজার শাখা সড়কের মুক্তির মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্যের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মহাজোটের ছাত্র-বিষয়ক সম্পাদক ফনি ভূষণ হালদার, যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক রাজেশ নাহা, ছাত্র মজাজোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়সহ সাভার উপজেলা হিন্দু ছাত্র ও যুব মহাজোটের নেতারা। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন খুনি মিজান ও তাকে মদদদাতাদের গ্রেপ্তার না করলে ৩০ সেপ্টেম্বর ৬৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা জানান।