ফুলবাড়ীতে ৪ দিনের টানা বর্ষণে স্থবির জনজীবন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে গত চার দিনের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। মাথায় হাত পড়েছে সবজি চাষিদের। সবজি চাষিরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তারা বলছেন, সদ্য বীজ বপন করা মুলা, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি ও সরিষা খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া আলুর জন্য তৈরি করা জমিতে পানি জমে যাওয়ায় সময়মতো রোপণ করা যাচ্ছে না। জানা গেছে, গত সোমবার থেকে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ফলে ফাঁকা হয়ে গেছে শহরের রাস্তা-ঘাট, স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। টানা বৃষ্টিপাতের কারণে বিশেষ কাজ ছাড়া তেমন কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এতে ভ্যান-রিকশাচালকরা যাত্রী পাচ্ছেন না। এছাড়া বেচাকেনার অভাবে শহরের ছোট ছোট দোকান-পাট চা-স্টলগুলো বন্ধ হয়ে গেছে। ফলে রোজগার বন্ধ হয়ে পড়েছে শ্রমজীবীদের। এদিকে টানা বর্ষণে ফুলবাড়ীর শাখা যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল পস্নাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করে রেখেছে উপজেলা প্রশাসন।