সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপস্নব সেন লাতুসহ আরও ২ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অন্যরা হলেন ইউনিয়ন যুবলীগকর্মী মো. তৌহিদুল ইসলাম তপু (২৭) এবং নৌকার মাঝি অবিনাশ দাশ (৪৫)। তারা রাইখালী ইউনিয়নের নারানগিরির বাসিন্দা। গত বুধবার রাত ১১টায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ সভাপতি বিপস্নব সেন লাতু জানান, তিনিসহ আরও ২ জন বুধবার রাত ১০টায় সাংগঠনিক কাজে রাইখালীর ডলুছড়ির আলু মং মারমার বাড়িতে অবস্থান করছিলেন। এরপর রাত ১১টায় ঘর থেকে বের হলেই অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে এবং বড় লাঠি দিয়ে তাদের আঘাত করে। এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সহায়তায় উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলের গিয়েছি। তবে কেউ এখনো থানায় মামলা করেননি। কেউ যদি মামলা করেন তাহলে দোষীদের আইনের আওতায় আনা হবে।